আওয়ার টাইমস।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, সেভাবে আর হামলা হবে না। (সূত্র: Anadolu Agency)
সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, "কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।"
গত ৮ সেপ্টেম্বর দোহায় গাজা সম্পর্কিত যুদ্ধবিরতি নিয়ে একটি আবাসিক ভবনে হামাসের সিনিয়র নেতারা জড়ো ছিলেন। পরে ইসরায়েল সেখানে হামলা চালায়, যার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নির্বাহী খলিল আল হায়া। হামলায় হামাসের প্রধান নেতারা প্রাণ হারাননি, তবে তাদের অন্যান্য সদস্যদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা সহ ছয়জন নিহত হয়েছেন।
হামলার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, কাতারকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে কাতার এ তথ্য অস্বীকার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আমি ঠিক সেভাবে তথ্য পেয়েছি, যেভাবে অন্যরা পেয়েছে।"
এ ঘটনার পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে জোর দিচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
সূত্র: Anadolu Agency