আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে ইসরায়েলি বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। প্রথমে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করে, পরে বার্তা সংস্থা আনাদোলুও তথ্যটি নিশ্চিত করেছে।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানা যায়, দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এ হামলাকে ট্রাম্প “অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিক সিদ্ধান্ত” বলে অভিহিত করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এত গুরুত্বপূর্ণ হামলার খবর তিনি সরাসরি ইসরায়েল থেকে নয়, বরং মার্কিন সেনাদের কাছ থেকে পেয়েছেন। ট্রাম্প আরও বলেন, কাতার যেহেতু গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তাই সেখানে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ছিল কূটনৈতিক সম্পর্কের জন্য আঘাতকর।
প্রতিক্রিয়ায় নেতানিয়াহু দাবি করেন, এ হামলার সুযোগ খুব সীমিত সময়ের জন্য তৈরি হয়েছিল এবং তিনি সেটি কাজে লাগাতে বাধ্য হয়েছেন। তবে আক্রমণ কতটা সফল হয়েছে—সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
প্রথম ফোনালাপ ছিল উত্তপ্ত, তবে পরে আরেক দফা সৌহার্দ্যপূর্ণ আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যদিও দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে দেখা গেলেও সাম্প্রতিক একতরফা সামরিক পদক্ষেপের কারণে নেতানিয়াহুর প্রতি তার হতাশা ক্রমেই বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।