
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক পীর সাহেব মধুপুরী (মাওলানা আব্দুল হামিদ) বলেছেন, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম ও অতিথিরা আজকের মহাসম্মেলনে যোগ দিয়েছেন। এ অংশগ্রহণ খতমে নবুয়তের আকিদায় উম্মাহর দৃঢ় অবস্থানকে আরও সুদৃঢ় করছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসম্মেলনে তিনি বলেন, নবীর পরে কোনো নবী নেই- এ আকিদায় কোনো বিভ্রান্তি বা আপসের সুযোগ নেই। হেদায়াতের বিপরীতে নতুন কোনো পথও গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক মহলের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, জামায়াত ও বিএনপির নেতাদের স্পষ্ট করে জানাতে চাই— যদি আপনারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করেন, তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে উঠবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের প্রত্যাশা বোঝা, দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং সঠিক পথে ফিরে আসা। সম্মেলনে দেশে খতমে নবুয়তের আকিদা রক্ষায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।






























