আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডায় প্রবেশ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এমনই ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কারনি বলেন, “কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। রোম স্ট্যাটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।” তিনি আরও জানান, কানাডা আন্তর্জাতিক আদালতের আদেশকে বাধ্যতামূলক বিবেচনা করবে এবং নেতানিয়াহু দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।
আইসিসি সম্প্রতি গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কানাডা রোম স্ট্যাটিউটের সদস্য রাষ্ট্র হওয়ায় দেশটিতে এই আদেশ বাস্তবায়ন আইনগতভাবে বাধ্যতামূলক।
বিশ্লেষকদের মতে, কানাডার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে ‘সাহসী ও নৈতিক নেতৃত্বের উদাহরণ’ হিসেবে মূল্যায়ন করেছেন।