
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। মানববন্ধন চলাকালে একদল চাঁদাবাজ লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে চাঁদাবাজ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কারওয়ান বাজারের পুরো এলাকায় কঠোর অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে একজন মানববন্ধনকারীর মাথা ফেটে গিয়েছে, মাথা দিয়ে রক্ত বের দেখা গিয়েছে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারওয়ান বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


























