
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার হারিয়ে ইতিমধ্যেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার শারজাহতে আজ শেষ ম্যাচে মাঠে নামছে জাকের আলীর দল। লক্ষ্য একটাই—আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সহজ ভাষায় বাংলাওয়াশ করা।
টি–টোয়েন্টি ফরম্যাটে এখনো আফগানদের ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ এসেছে সেই ইতিহাস গড়ার। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগে মোমেন্টাম ফিরে পেতে মরিয়া রশিদ খানের দলও সর্বশক্তি নিয়েই নামবে মাঠে।
সাম্প্রতিক সময়ে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ এশিয়া কাপে জয়ের পর টানা তিন ম্যাচে জিতেছে টাইগাররা। ফলে ১৫ ম্যাচে বাংলাদেশের জয় দাঁড়িয়েছে আটটিতে।
প্রথম দুটি ম্যাচেই রান তাড়ায় চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ফিনিশারের ভূমিকায় নুরুল হাসান সোহান দু’বারই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। বল হাতে বোলাররা নিয়মিত সাফল্য দিলেও ব্যাটিং অর্ডার এখনো স্থিতিশীল নয়।
কোচ ফিল সিমন্স স্পষ্ট জানিয়েছেন, ব্যাটিং বিভাগে উন্নতি প্রয়োজন। টপ ও মিডল অর্ডারে সাইফ হাসান ছাড়া কারও ধারাবাহিকতা নেই। তবে অধিনায়ক জাকের আলীর ব্যাটে আস্থা রাখছেন তিনি। আগের ম্যাচে ২৫ বলে ৩৩ রান করে দুই ছক্কার ইনিংস খেলেছেন জাকের, যা তার ফর্ম ফেরার ইঙ্গিত।
আজকের ম্যাচে তাই বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ, আর আফগানিস্তানের সামনে লড়াই মোমেন্টাম ফিরে পাওয়ার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সুইংগাম জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।



























