আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৩৫ ফুট গভীর একটি পরিত্যক্ত গর্তে পড়ে গেছে দুই বছর বয়সী শিশু সাজিদ। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অংশগ্রহণ করছে। ঘটনাস্থলে কয়েক হাজার মানুষ উদ্ধার কার্যক্রম দেখছেন।
দুর্ঘটনা কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটে। গর্তের মুখ খড় দিয়ে ঢাকা থাকায় শিশুটি হঠাৎ নিচে পড়ে যায়। তার মা জানান, তিনি তার তিন ছেলের সঙ্গে ট্রলি দিতে যাচ্ছিলেন। ছোট ছেলে সাদমানকে কোলে নিয়ে সাজিদের হাত ধরেছিলেন।
শিশুর বাবা রাকিবুল ইসলাম ঢাকায় একটি গুদামে ম্যানেজার হিসেবে কর্মরত।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রাত পর্যন্ত এক্সকাভেটরের মাধ্যমে গর্তের পাশে মাটি সরানো হচ্ছে। খুব সতর্কভাবে মাটি সরানো হচ্ছে যাতে শিশুর কোনো ক্ষতি না হয়।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সাজিদকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।