আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার পূর্বধলায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া পূর্বধলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি আক্তার ছিলেন জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে এবং বিজিবি সদস্য মো. আজিজুল ইসলামের স্ত্রী।
মামলার এজাহার অনুযায়ী, স্বামী কর্মস্থলে থাকার সুযোগে রাসেল দীর্ঘদিন ধরে লিপিকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। বিষয়টি জানাজানি হলে সে আরও উত্ত্যক্ত করতে থাকে।
২০২০ সালের ৪ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাসেল কৌশলে লিপির ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলার শ্বাসনালী কেটে হত্যা করে।
পরবর্তীতে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।
এসজি/এসএফ