
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগে আকস্মিক ঝটিকা মিছিলের পর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পর শনিবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির নির্দেশনা ও অর্থায়নে সরকারবিরোধী উদ্দেশ্যে এ মিছিলের আয়োজন করা হয়। স্বল্প সময়ের এই কর্মসূচিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে লোক জড়ো করা হয় এবং গাড়ি ভাড়া করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখ ঢেকে থাকতে দেখা গেছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারদের মধ্যে শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তাররদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ আনা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।




























