আওয়ার টাইমস নিউজ।
রহস্যময় বিশ্ব ডেস্ক: মঙ্গলগ্রহে একদিন মানুষ পৌঁছাবে, এমনটা বিজ্ঞানীদের মধ্যে স্বাভাবিক বিশ্বাস। তবে সেই অভিযানে শুধু মানুষই থাকবে না-সঙ্গী হতে পারে বিশেষ ধরনের “কৃত্রিম নভোচারী” বা মানুষের মতো রোবট।
বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গলের জটিল পরিবেশে মানুষ গবেষণা চালাতে পারবে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে। কিন্তু মানুষের পাশাপাশি humanoid রোবটের সাহায্য বড় ভূমিকা রাখবে। এই রোবটগুলো মানবসদৃশ হলেও, তাদের জন্য অক্সিজেন, পানি বা খাবারের মতো জীবনধারণের সরঞ্জাম বহন করার প্রয়োজন নেই। এছাড়া, তারা সহজেই মহাকাশযানের বাইরে কাজ করতে পারবে, যেখানে মানুষের জন্য জীবন রক্ষাকারী সিস্টেম অপরিহার্য।
যদিও রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতিকে সবাই সমানভাবে স্বীকার করেন না, বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তির অগ্রগতি দ্রুত হবে। ফলে, আগামী মঙ্গল অভিযানে মানুষ ও কৃত্রিম নভোচারীর একসঙ্গে কাজ করার সম্ভাবনা যথেষ্ট।
বিজ্ঞানীরা বলছেন, এটি শুধুমাত্র মঙ্গলের জন্য নয়, বরং ভবিষ্যতের মহাকাশ অভিযানের ধরনও বদলে দিতে পারে। মানুষ আর কৃত্রিম সঙ্গীর যৌথ অভিযান নতুন অধ্যায়ের সূচনা করবে মহাকাশ অন্বেষণে।