
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। শনিবার ভোরে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর আসে। মাত্র ৮ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট এসে আগুন নেভানোর কাজ জোরদার করে।
আগুন লাগার কারণে ভবনের নিচতলায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চলছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।



























