আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কেরানীগঞ্জ আগানগর এলাকার জাবালে নুর সুপার মার্কেটে শনিবার ভোরে আগুনের ঘটনা ঘটেছে। ভবন থেকে ফায়ার সার্ভিসের সাহায্যে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৩৭ মিনিটে বহুতল ভবনের নিচতলা থেকে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৫ মিনিটে। এরপর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার থেকে মোট ১৪টি ইউনিট একযোগে কাজ শুরু করে। ধোঁয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা অসুবিধা হয়েছে, তবে সবাইকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন বেজমেন্টে থাকা জুটের গোডাউন থেকে শুরু হয়েছে। ভবনের ওপরের তলায় বসবাসরত মানুষদের দ্রুত সরিয়ে আনা হয়েছে। ধোঁয়া আর তাপ বৃদ্ধি পায়, তাই ভেতরে প্রবেশ করতে শাটার ভেঙে উদ্ধারকাজ চালাতে হয়েছে। তবে আশেপাশের ভবনে আগুন ছড়াতে দেয়া হয়নি।
তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, আগুনে কোনো কেমিক্যাল বা বিস্ফোরণের উপাদান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন।
ঘটনাস্থলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক উপস্থিত ছিলেন। তিনি জানান, ভবনের অনুমোদন ও বিল্ডিং কোডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, কিছু গোডাউন গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় তৈরি করা হয়েছে, যা আইনের লঙ্ঘন।
তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী ভবনের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।