আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তার শাসনামলে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পশ্চিম তীরের মা’লে আদুমিম এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই জায়গা আমাদের। আমরা আমাদের ঐতিহ্য, ভূমি ও নিরাপত্তা রক্ষা করব এবং এ অঞ্চলের জনসংখ্যা দ্বিগুণ করব।
নেতানিয়াহু অনুষ্ঠানে ই-ওয়ান বা পূর্ব জেরুজালেমের পাশের একটি বিতর্কিত বসতি প্রকল্পে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠতে যাওয়া এই প্রকল্পে ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আলাদা করে দেবে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি অবৈধ হিসেবে গণ্য হয়। জাতিসংঘসহ অধিকাংশ দেশ দীর্ঘদিন ধরেই বসতি সম্প্রসারণের বিরোধিতা করছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই প্রকল্পের ফলে ভবিষ্যতে দ্বিরাষ্ট্র সমাধান কার্যত অসম্ভব হয়ে উঠবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ কড়া সমালোচনা করে বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই এ অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ।” তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহুর নীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীলতা ও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ১৪৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাকি দেশগুলোকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, নেতানিয়াহু অতীতেও অসলো চুক্তির বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে জানিয়েছেন, তার ক্ষমতায় থাকাকালে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।
সূত্র: Al Jazeera, Reuters, Times of Israel