আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি এখনও রাজনীতির মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করতে চান। একই সঙ্গে তিনি জাতীয় দলে ফিরেও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করেছেন। এই মন্তব্য তিনি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অতিথি হয়ে জানিয়েছেন।
২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর থেকে জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছে। পডকাস্টে তিনি স্পষ্ট করে বলেন,
“ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটি এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটি ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি। বারবার দেশে ফিরতে চাইলেও সুযোগ হয়নি বলে জানিয়েছেন। তবুও সাকিব আশা রাখেন, সময় হলে দেশে ফিরে মাগুরার মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাবেন।
ক্রিকেট ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা নিয়েও প্রথমবার স্পষ্ট ধারণা দেন সাকিব। তিনি বলেন,
“আমি আনুষ্ঠানিকভাবে এখনও অবসর নিইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এরপর তিন ফরম্যাট থেকেই অবসর নেব। একটি সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করতে চাই।”
সাকিবের এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় যেমন ভক্তরা, তেমনই রাজনীতির মঞ্চে তার প্রত্যাবর্তন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।