আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: হংকংয়ের দেওয়া হুংকার শেষ পর্যন্ত মাঠে টিকলো না। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করেছে দারুণভাবে।
প্রথমে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। এছাড়া ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি ১৯ রান করে আউট হন। এরপর দ্রুতই ফেরেন তানজিদ হাসান তামিম। তবে চাপ সামলে নেন অধিনায়ক লিটন দাস ও তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।
লিটন অসাধারণ ইনিংস খেলেন। ৩৯ বলে ৫৯ রান করার পথে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন। তবে জয়ের মাত্র ২ রান বাকি থাকতেই আউট হন তিনি।
শেষ পর্যন্ত দায়িত্ব নেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন এবং ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান।
দাপুটে ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয়ে বাংলাদেশ এশিয়া কাপে প্রথম ম্যাচেই তুলে নিল দৃষ্টিনন্দন জয়।