আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের অধিকার ফেরাতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩১ জুলাই জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি বলেন, জনগণের মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে। যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব।
সংস্কার ইস্যুতে তিনি জানান, ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে একমত হয়েছে। যেসব বিষয়ে মতভেদ রয়েছে, সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারে এগিয়ে যাওয়াই যুক্তিযুক্ত হবে।
গণতন্ত্রে শালীনতার গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, মতবিরোধ থাকবেই, তবে তা যেন সীমা না ছাড়ায়। সীমা অতিক্রম করলে তা গণতান্ত্রিক পরিবেশে বিষ ছড়াতে পারে।
আলোচনা সভায় তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, দেশ গঠনের জন্য এখনই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।