আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বিএনপি ও এনসিপি সমর্থিত প্রার্থীদের পেছনে ফেলে তিনি ডাকসুর নেতৃত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়। রাত সোয়া ৪টা পর্যন্ত ঘোষিত ১৩টি হলের ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম একাই পেয়েছেন মোট ১২ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৯৬ ভোট। অর্থাৎ প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম।
হলভিত্তিক ফলাফল
ঘোষিত ফলাফলে বেশিরভাগ হলে শিবির প্রার্থীরা জয়ী হলেও কিছু হলে অন্য প্যানেল কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছে।
হাজী মুহসীন হল: ভিপি পদে সাদিক কায়েম ৬৩৩ ভোট, আবিদুল ইসলাম ২২১ ভোট। জিএস পদে এসএম ফরহাদ ৫০১ ভোটে এগিয়ে।
এ এফ রহমান হল: ভিপি পদে সাদিক ৬০২ ভোট, আবিদুল ১৮৬ ভোট। জিএস পদে ফরহাদ ৫৮৮ ভোট।
বিজয় একাত্তর হল: ভিপি পদে সাদিক ৯৯১ ভোট, আবিদুল ২৭৮ ভোট। জিএস পদে ফরহাদ ৭৭৯ ভোট।
রোকেয়া হল: ভিপি পদে সাদিক ১৪৭২ ভোট, উমামা ফাতেমা ৬১৪, আবিদুল ৫৭৫ ভোট। জিএস পদে ফরহাদ ১১২০ ভোট।
জগন্নাথ হল: এখানে ব্যতিক্রমী ফলাফল আসে। ভিপি পদে আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়ে জয়ী, সাদিক কায়েম মাত্র ১০ ভোট পান। জিএস পদে মেঘ মল্লার বসু ১১৭০ ভোটে এগিয়ে।
জহুরুল হক হল: ভিপি পদে সাদিক ৮৯৬ ভোট, আবিদুল ৩১৪ ভোট। জিএস পদে ফরহাদ ৬৭০ ভোট।
এসএম হল: ভিপি পদে সাদিক ৩০৩ ভোট, আবিদুল ১১০ ভোট। জিএস পদে ফরহাদ ২৩৭ ভোট।
জিয়া হল: ভিপি পদে সাদিক ৮৪১ ভোট, আবিদুল ১৮১ ভোট। জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোট।
শামসুন্নাহার হল: ভিপি পদে সাদিক ১১১৪ ভোট, আবিদুল ৪৩৪ ভোট। জিএস পদে ফরহাদ ৮১৪ ভোট।
অমর একুশে হল: ভিপি পদে সাদিক ৬৪৪ ভোট, আবিদুল ১৪১ ভোট। জিএস পদে ফরহাদ ৪৬৬ ভোট।
ফজলুল হক মুসলিম হল: ভিপি পদে সাদিক ৮৪১ ভোট, আবিদুল ১৮১ ভোট। জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোট।
শহীদুল্লাহ হল: ভিপি পদে সাদিক ৯৬৬ ভোট, আবিদুল ১৯৯ ভোট। জিএস পদে ফরহাদ ৭৭৩ ভোট।
সুফিয়া কামাল হল: ভিপি পদে সাদিক ১২৭০ ভোট, উমামা ফাতেমা ৫৪৭ ভোট, আবিদুল ৪২৩ ভোট। জিএস পদে ফরহাদ ৯৬৪ ভোট।
জিএস পদেও শিবিরের অগ্রগতি
শুধু ভিপি নয়, জিএস পদেও শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ সবকটি হলে বড় ব্যবধানে এগিয়ে আছেন। প্রায় প্রতিটি হলে তিনি ছাত্রদল, বামজোট এবং স্বতন্ত্র প্রার্থীদের হারিয়ে এগিয়ে রয়েছেন।
ভোটারদের অংশগ্রহণ
ভোটারদের উপস্থিতি নিয়ে বিভিন্ন হলে ভিন্ন চিত্র দেখা গেছে। মেয়েদের হলে যেমন রোকেয়া ও সুফিয়া কামাল হলে ভোট পড়েছে ব্যাপক হারে, তেমনি ছেলেদের হলে জগন্নাথ হলে ছাত্রদল ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তবে সার্বিকভাবে শিবির সমর্থিত জোটই এগিয়ে আছে।
এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ডাকসুর ইতিহাসে শিবির সমর্থিত প্রার্থীদের বিজয়যাত্রা নিশ্চিত বলেই মনে হচ্ছে। তবে পুরো ফলাফল ঘোষণার পরই চূড়ান্ত চিত্র জানা যাবে।