আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দেওয়া এই পোস্টে তিনি দাদুর (খালেদা জিয়া) সঙ্গে নিজের প্রিয় স্মৃতিগুলো তুলে ধরেন।
জাইমা রহমান লেখেন।
আমার দাদু শুধু দেশের প্রধানমন্ত্রী নন, আমাদের পরিবারের এক মমতাময়ী অভিভাবক। ছোটবেলায় স্কুলে ফুটবল টুর্নামেন্টে জেতার পর আমি দাদুকে মেডেল দেখাতে গিয়েছিলাম। তিনি মনোযোগ দিয়ে আমার গল্প শুনছিলেন, গর্বে উজ্জ্বল মুখে বলছিলেন‘আমার নাতনি জিতেছে।’” তিনি আরও লিখেছেন,“দাদু আমাদের শেখাতেন বিনয়, আন্তরিকতা ও মন দিয়ে শোনার গুণ। আজও আমি তাঁর সেই শিক্ষা বহন করে চলেছি। আমি আমার দেশকে ভালোবাসি, আমার শিকড় ভুলিনি। দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে চাই।”
ব্যারিস্টার জাইমা রহমান পোস্টে আরও বলেন,“আমি দেশে ফিরছি ইনশাআল্লাহ। ফিরে দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সহায়তা করতে চাই, দেশের মানুষের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশ যেন আবারো গর্জে উঠে, সেটাই আমার কামনা।” তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজারো নেটিজেন ‘#WeLoveZayma’, #KhaledaZia এবং #BangladeshEmotion হ্যাশট্যাগে ভালোবাসা ও শুভকামনা জানান।