আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারে 'বেদনায় নীল' জানালেন মির্জা ফখরুল।
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর পাঁচ সমন্বয়ক গ্রেপ্তারের খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,পত্রিকার পাতা খুলেই মনে হলো বেদনায় একেবারে নীল হয়ে গেছি।”
সোমবার (২৮ জুলাই) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন,এই কি আমাদের চাওয়া ছিল? মাত্র এক বছরও হয়নি,তবু এত বড় ঘটনা—আমাদের ভবিষ্যৎ কী?”
এ সময় তিনি ডিবি হেফাজতে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, আমাদের হাত ভাঙা,পিটুনি খাওয়া কর্মীদের ছবি কি মিডিয়া দেখিয়েছে? নয়। অথচ আজ বারবার ডিবি অফিসের ছবি দেখানো হচ্ছে।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো এবং তার গণতান্ত্রিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বলেন,গণতন্ত্রের জন্য সব ত্যাগ করেছেন তিনি,অথচ কেউ আজ এসব নিয়ে কথা বলে না।”
বর্তমান সরকার সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলোর ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন,আমরা সবসময় সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু দোষ চাপিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে।
মির্জা ফখরুল আরও বলেন,গত ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন,তবু কেউ আত্মসমর্পণ করেননি। মুচলেকাও দেননি।
এসজি/এসএফ