আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) সারাদেশে মিলাদ ও দোয়া মাহিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে অবস্থিত আজাদ মসজিদে কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়ে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান। বিবৃতিতে তিনি খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই আয়োজনের কথা উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এসব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত এই নেত্রীর জন্য দোয়া ও ইবাদতের মাধ্যমে জাতি তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবে।