আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকার ঘোষিত তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, এই শোক প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সকল সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান শোক পালন করবে।
খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
প্রধান উপদেষ্টা শোকবার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক মহান নেত্রীকে হারালো। তার অবদান ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।