আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের মূল্যায়নের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসকেরা অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে তোলা হবে। এর আগে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল জানান, দেশ-বিদেশের অভিজ্ঞ চিকিৎসকরা গত এক সপ্তাহ ধরে নিবিড়ভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তবুও সবার অভিমত, আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছালে রোববার তার লন্ডনের হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা সম্ভব হতে পারে।
খালেদা জিয়ার ক্রমাগত অবনতিশীল শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশবাসীর দোয়া ও সহায়তাই এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি।”