আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো বিলম্বিত হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে। এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
“মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। তবে শারীরিকভাবে প্রস্তুত হলেই সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি জানান, গত ছয় বছর ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মেডিকেল বোর্ড নিরবচ্ছিন্নভাবে খালেদা জিয়ার চিকিৎসা করে আসছে এবং বর্তমানে তার চিকিৎসাকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।
ডা. জাহিদ আরও বলেন, চিকিৎসা সমন্বয়ের কাজে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিন সকাল–বিকেল বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন। পরিবারের সদস্য শামিলা রহমান, শামীম স্কান্দারসহ অনেকে নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
তিনি গুজব না ছড়িয়ে সঠিক তথ্য জানতে জনগণকে আহ্বান জানান।
এদিকে বিএনপির উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও তাদের পক্ষ থেকেই করা হয়েছে।
বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
২৩ নভেম্বর থেকে তিনি এখানে ভর্তি আছেন এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালাচ্ছে।
এদিকে লন্ডন থেকে এসে শনিবার দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান। শুক্রবার দেশে পৌঁছানোর পর তিনি খালেদা জিয়ার চিকিৎসা আপডেট নিয়ে সবার সঙ্গে সমন্বয় করেন। হাসপাতাল এলাকায় তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।