আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত জটিল। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা তার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা ক্রমাগত সংকটময় হওয়ায় তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ডা. জাহিদ হোসেন আরও জানান, তার অবস্থার উন্নতি এখনও নিশ্চিত নয়, তবে আল্লাহর রহমতে এই সংকটময় মুহূর্ত পার করলে ভালো কিছু আশা করা যেতে পারে।
গত ২৩ নভেম্বর দেশে ফেরার পর থেকে তারেক রহমান মায়ের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নানা কর্মসূচি শেষে তিনি পুনরায় হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এসময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। তারা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে চিকিৎসার সর্বশেষ অবস্থা জানেন।
তারেক রহমান হাসপাতালের অন্যান্য রোগীদের সুবিধা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়।
বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে নেত্রীর জন্য দোয়া করার আকুল আবেদন জানানো হয়েছে।