আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা আগে থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনি কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। তিনি স্পষ্ট করে বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। কারণ প্রার্থী বাছাইয়ের আগেই তার ইন্তেকাল হয়েছে। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারত, তবে বর্তমান পরিস্থিতিতে সে প্রশ্ন ওঠে না।
খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, আমাদের নেত্রী শারীরিকভাবে আর নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে চিরস্থায়ীভাবে অবস্থান করছেন। গণতন্ত্রের জন্য তার অবদানের কারণেই তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত হয়েছেন। জানাজায় যারা সরাসরি উপস্থিত হতে পারেননি, তারাও দূর থেকে গায়েবানা জানাজায় শরিক হয়েছেন। কত মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন, তার পূর্ণ চিত্র হয়তো ভবিষ্যতে আলাদাভাবে উঠে আসবে।
সালাহউদ্দিন বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ জানে, গণতন্ত্রের সংগ্রামে একজন সাধারণ গৃহিণী কীভাবে বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠতে পারেন। খালেদা জিয়া তার জীবনের প্রতিটি অধ্যায়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া নিজের জীবন, সন্তান ও পরিবার সবকিছুই ত্যাগ করেছেন। দেশের মানুষ, দেশের মাটি ও দেশের স্বাধীনতার প্রতি তার যে গভীর ভালোবাসা ছিল, তার কোনো তুলনা নেই।
শেষে তিনি বলেন, খালেদা জিয়ার ত্যাগ, আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করেই বিএনপি একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখবে। তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, বরং সব দল ও মতের ঊর্ধ্বে উঠে বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।