আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশের উচিত অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো। বাংলাদেশে রাজনৈতিক খুন-হত্যা করে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধীসহ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, যাতে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার ও প্রাপ্য শাস্তি কার্যকর করা যায়।
রোববার (২১ ডিসেম্বর) বাদ আছর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চরমোনাই পীর।
তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তিনি দাবি করেন, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটেছে।
চরমোনাই পীর বলেন, রাজধানী ঢাকার মতো একটি সুরক্ষিত এলাকায় হাদির মতো জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর খুনিরা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল—তা সাধারণ মানুষের বোধগম্য নয়। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এদিন চরমোনাই পীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। নামাজ শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রহমান, ঢাকা-৭ আসনের মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমেদসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।