আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের শানডং প্রদেশের কুইংদাও শহরে এক শিশুর অজান্তে করা কাজে বড় আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে। পাঁচ বছরের এক কন্যাশিশু খেলতে খেলতে তার বাবার জমানো প্রায় ৫০ হাজার ইউয়ান কেটে নষ্ট করে ফেলেছে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ঘরে রাখা নগদ অর্থকে আর্টস অ্যান্ড ক্রাফটসের কাগজ ভেবে কাঁচি দিয়ে কাটতে শুরু করে। ১০০ ইউয়ানের নোটগুলো থেকে সে বিশেষভাবে নোটে থাকা মাও সেতুংয়ের ছবি কেটে আলাদা করে ফেলে।
ঘটনাটি টের পাওয়ার পর শিশুটির বাবা ক্ষতিগ্রস্ত নোটগুলো জোড়া লাগানোর চেষ্টা করেন। তবে নোটগুলোর অনেক অংশ অত্যন্ত ছোট টুকরো হয়ে যাওয়ায় স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো পরিবর্তন বা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
ক্ষতিগ্রস্ত অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা এবং ভারতীয় রুপিতে আনুমানিক ৬ লাখ ৩০ হাজারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে শিশুদের হাতে নগদ অর্থ রাখার ঝুঁকি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।