আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প এলাকার বিহারী পাড়ায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। খেলাধুলার সময় কুড়িয়ে পাওয়া একটি অজানা বস্তুর বিস্ফোরণে আহত হয়েছে তামিম হোসেন (১০) নামে এক শিশু। আহত তামিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় দশটার দিকে। এলাকাবাসীর ধারণা, বিস্ফোরিত বস্তুটি ককটেল বা এ ধরনের কোনো বিস্ফোরক হতে পারে। শিশুটির মা নার্গিস আক্তার জানান, তিনি বাসায় গৃহকর্মে ব্যস্ত ছিলেন, আর তার ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর খবর পান, একটি বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছেলেকে দেখতে দৌড়ে গিয়ে দেখেন, তামিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, বিস্ফোরণে শিশুটির ডান হাত ও পেটে মারাত্মক জখম হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা বেশ গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আহত তামিম লক্ষ্মীপুর সদর উপজেলার রিকশাচালক আনোয়ার হোসেনের ছেলে। পরিবারটি বর্তমানে রাজধানীর মিরপুর বিহারী ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। শিশুটির বাবা অসুস্থ হয়ে লিভারের জটিলতায় ভুগছেন।
ঘটনাটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া পুরনো কোনো বিস্ফোরক দ্রব্য থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।