আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া গ্রামের পশ্চিম বাজার এলাকায় খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম জান্নাত (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার সিঁড়ির পাশে খেলছিল জান্নাত। হঠাৎ সিঁড়ির রেলিং বেয়ে ওপরে উঠে নিচে তাকানোর সময় ভারসাম্য হারিয়ে নিচতলায় পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে শিশুটি মারা যায়।
জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তারা পশ্চিম বাজার এলাকার আকবর হোসেন সেলিমের চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে ভবন মালিক আকবর হোসেন সেলিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সবাইকে নিজেদের শিশুদের নিরাপত্তায় আরো সতর্ক হতে হবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর বারী জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই প্রমাণিত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খেলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পড়ে যায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।