আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ থেকে জানা গেছে, আগামী বছরের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী।
যারা অনিয়মিত বা মান্নোনয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন, তারা অবশ্য ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।
তবে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন এবং সমস্ত বিষয়ে পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।