
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তবুও দল কখনও আন্দোলনের ময়দান থেকে সরে যায়নি এবং যাবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে একসময় ফ্যাসিবাদী শক্তি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তখন তরুণসহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখে। বিএনপির হাত ধরেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, এসেছে ৩১ দফাসহ নানা সংস্কার কর্মসূচি।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা বারবার রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। কেবল ঠাকুরগাঁও জেলাতেই গত ১৫ বছরে ১২ জন নেতাকর্মী জীবন দিয়েছেন। কিন্তু তবুও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থেকে কেউ পিছু হটেনি। বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে।
মহাসচিব আরও বলেন, দলকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করতে হবে এবং প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশ গণতন্ত্রের নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। উল্লেখ্য, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।




























