আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গণভবন সংলগ্ন আবাসিক এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম চালিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। শনিবার সকালে অনুষ্ঠিত এ অভিযানে তিনি স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সঙ্গে যুক্ত হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইফুল আলম খান মিলন বলেন, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবার সচেতনতা জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। আমাদের প্রতীকী এই উদ্যোগের মূল লক্ষ্য, জনগণকে পরিবেশ সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, গণভবন ও আশপাশের এলাকাকে পরিষ্কার–পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে আমরা নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চাই। সুস্থ সমাজ গড়ে তুলতে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় শীর্ষ নেতারা, থানা পর্যায়ের দায়িত্বশীলরা এবং এলাকাবাসী। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নগর উন্নয়ন ও জনস্বাস্থ্যের স্বার্থে এমন কর্মসূচি নিয়মিত হওয়া উচিত।