আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়াজুড়ে আবারও অনুভূত হলো ভূমিকম্প। গভীর রাতে ৪.৯ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিল বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল। ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম এলাকা, যা ঢাকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি অনুভূত হওয়ার সময় ছিল রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার। কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ পরিষ্কারভাবে কম্পন অনুভূত হয়। অনেক বাসিন্দা জানান, কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং আকস্মিক কাঁপুনিতে কিছুটা আতঙ্ক তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)–দুটি সংস্থাই ভূমিকম্পটির মাত্রা, উৎপত্তি ও গভীরতা একসঙ্গেই নিশ্চিত করেছে।
মিয়ানমার, ভারত ও বাংলাদেশের কোনো অঞ্চলেই এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কক্সবাজার, উখিয়া, চকরিয়া এবং চট্টগ্রামের বহু বাসিন্দা ঘর থেকে বের হয়ে আসেন বলে জানা গেছে।
গত ২১ নভেম্বর থেকে এ পর্যন্ত অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে মৃদু ভূমিকম্পের ধারাবাহিকতা সিসমিক অ্যাক্টিভিটির ইঙ্গিত।