আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় সোমবার দিবাগত রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও অন্তত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে ঘরহারা পরিবারগুলো চরম বিপদে পড়েছে। অনেকেই ঘর থেকে কিছুই বের করতে পারেননি, সবকিছু আগুনে পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূচনা হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।