
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার পথে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-র অভিযানে এবার আটক হয়েছেন বিশ্বের নানা দেশের শতাধিক মানবাধিকারকর্মী। তাদের মধ্যেই রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে আটটি জাহাজ থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। আটক কর্মীদের বর্তমানে আশদোদ বন্দরের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মানবিক সহায়তাবাহী এই নৌবহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সহায়তা ছিল, যা গাজার যুদ্ধবিধ্বস্ত হাসপাতালগুলোতে পৌঁছানোর কথা ছিল।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কেবল মানবিক সহায়তা নিয়ে গাজায় যাচ্ছিলাম। কিন্তু আন্তর্জাতিক জলসীমাতেই ইসরায়েল আমাদের জাহাজে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে অবৈধভাবে আটক করেছে।”
আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ‘সমুদ্র ডাকাতি’ আখ্যা দিয়েছে। তুরস্ক, ফ্রান্স ও স্পেনসহ একাধিক দেশ ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান বলেন, “ইসরায়েল এখন মানবিক উদ্যোগের বিরুদ্ধেও যুদ্ধে নেমেছে। গাজায় যা ঘটছে, তা ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।”
এর আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি জাহাজবহর আটক করেছিল ইসরায়েল, যাতে প্রায় ৪৫০ জন কর্মী ছিলেন। একের পর এক এই অভিযান আটক হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল গাজাকে শুধু অবরুদ্ধই নয়, মানবিক সহায়তার পথও সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে।
গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে।
সূত্র: The Times of Israel






























