আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা শহরে আল শিফা হাসপাতালের সামনে ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন আল জাজিরার আরবি প্রতিবেদক আনাস আল শরীফ। রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়, যার ফলে মোট সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আনাস আল শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
আনাস আল শরীফ বোমা হামলার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজায় তীব্র ইসরায়েলি আগ্রাসনের খবর শেয়ার করেছিলেন। তার শেয়ার করা একটি ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ভয়াবহ শব্দ ও আলোকচ্ছটা ধরা পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী আনাস আল শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযোগ করেছে, তবে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাস আল শরীফ শুধুমাত্র সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সহিংস কর্মকাণ্ডের প্রমাণ নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬১ হাজার ৩৩০ জনে পৌঁছেছে, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। ধ্বংসস্তূপের তলায় বহু মৃতদেহ রয়েছে যাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা