
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক অভিযানের জবাবে ইসরাইল যে সামরিক তাণ্ডব শুরু করেছিল, তা এখনো চলছে। এ দুই বছরে গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ।
শুধু বিমান ও স্থল হামলাই নয়, গাজার ওপর আরোপিত অবরোধের কারণে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষে পড়েছেন বাসিন্দারা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা।
রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল মনে করেন, দুই বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও ইসরাইল সেখানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে দেশটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। সম্প্রতি জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে, ইসরাইল সেখানে জাতিগত নিধন (জেনোসাইড) কার্যকর করছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন, তাদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।
এদিকে, ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরাইল ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারের ওপরও হামলা চালিয়েছে।



























