আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলের বিমান হামলায় বুধবার একদিনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪,৬৫৬ জনে।
বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, পশ্চিম গাজার এক বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম গাজার বহুতল আবাসিক ভবন টিবা–২-এ ইসরাইলি সেনারা বিমান হামলা চালায়। পূর্বে সরিয়ে নেওয়ার নির্দেশ থাকলেও ওই হামলায় দুজনের মৃত্যু হয়।
উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন। আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারে একটি তাঁবুতে অন্য ড্রোন হামলায় একজন নিহত হন এবং আরও অনেকে আহত হন।
শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের ওপরও ইসরাইলি সেনারা গোলাবর্ষণ চালিয়েছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলায় একজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশু।
এই হামলায় গাজার পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।
সূত্র: Al Jazeera, Anadolu Agency