আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন, যা পূর্ব জেরুজালেম ও মা'আলে আদুমিম বসতির মধ্যে ৩,৪০১টি নতুন বাসস্থান নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত। এই উদ্যোগকে ইসরাইলের 'গ্রেটার ইসরাইল' নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে সংকুচিত করবে। প্রকল্পটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর বিরোধিতা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে 'অবৈধ দখলদারিত্বের নতুন ধাপ' হিসেবে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন আগামী ২০ আগস্টের মধ্যে প্রত্যাশিত এবং অবকাঠামোগত কাজ শীঘ্রই শুরু হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এই পরিকল্পনাকে 'বৈধ শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি' হিসেবে চিহ্নিত করেছে। এই পদক্ষেপটি পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করবে, যা ফিলিস্তিনিদের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। বিশ্ব নেতাদের উচিত, ইসরাইলের এই পদক্ষেপের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে, শান্তি ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
সূত্র: হুরিয়াত ডেইলি নিউজ, এপি নিউজ, দ্য টাইমস, টাইম ম্যাগাজিন