আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর নিষ্ঠুর গোলাবর্ষণে গত একদিনে ৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার সন্ধ্যার পর প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৫০০ জনের ওপরে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৩ হাজারের বেশি। তবে হাসপাতালে আনা সম্ভব হওয়া নিহত ও আহতকেই হিসেবের অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপের তলায় পড়ে থাকা বহু মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ইসরায়েলের খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশ সীমাবদ্ধ করার কারণে গাজায় খাদ্যাভাব ও ত্রাণ সংকট প্রকট আকার ধারণ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত ২২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবার শুধু একদিনেই অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ৫ জন, যার মধ্যে একজন শিশু।
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি সেনাদের নির্বিচারে গুলির ঘটনা ঘটছে। এই ঘটনায় গাজায় ত্রাণ নিতে গিয়ে মোট ১,৭৭২ জন নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ফের সামরিক অভিযান শুরু হয়। দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় পাঁচ মাসে গাজায় প্রায় ৯,৯৯০ জন নিহত এবং প্রায় ৪১,৫০০ জন আহত হয়েছেন।
এদিকে হামাসের কাছে বন্দী ২৫১ জনের মধ্যে কমপক্ষে ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের উদ্ধার করার পরিকল্পনা করেছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বার বার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসলেও ইসরায়েল জানায়, হামাসকে দুর্বল করা এবং বন্দীদের মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।
সূত্র: Anadolu Agency