আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আবারও রক্ত ঝরল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪৯২ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিমান হামলা ও গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি গোলায় এবং ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে উদ্ধারকাজে চরম বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে আটক করা হয়। ওই ঘটনার পরদিন থেকেই গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা, যা এখনও থামেনি।
চলমান অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজার ৭৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক মহল একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
সূত্র: Anadolu Agency