আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কারণে একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) হামলার সময় নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। তাদের মধ্যে ছয়জন প্রাণ হারান ত্রাণ কার্যক্রমের সময়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমা বর্ষণ করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ হুঁশিয়ারি দিয়েছেন, গাজায় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। তিনি আরও বলেন, “যুদ্ধ চলাকালীন আমাদের অভিযান আরও শক্তিশালী হবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে পরিকল্পনার আশ্বাস দিয়েছেন। তবে হামাসের পক্ষ এখনও কোনো চূড়ান্ত পরিকল্পনা পাননি। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে,” কিন্তু চুক্তির বিস্তারিত বা সময়সূচি প্রকাশ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা আলজাজিরার কাছে বলেছেন, ফিলিস্তিনি পক্ষকে এখনও কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা বা প্রস্তাব দেওয়া হয়নি।
গাজার চলমান সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৬৫,৫৪৯ জন নিহত ও ১,৬৭,৫১৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকে থাকতে পারে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
সূত্র: আলজাজিরা