আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বুধবার একদিনে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটিতে ৬১ জন এবং ত্রাণ বিতরণের সময় ৩৭ জন অন্তর্ভুক্ত। এছাড়া হামলায় আরও ১১৩ জন আহত হয়েছেন।
গাজার উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় অন্তত ১৬ জন নিহত হন। দক্ষিণ গাজার রাফাহ শহরের ত্রাণ কেন্দ্রেও ১৬ জন নিহত হয়েছেন। গাজার জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, ত্রাণের জন্য অপেক্ষা করা মানুষের ওপর গুলিবর্ষণে আরও ১৪ জন নিহত হয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা এই হামলাকে ‘ঔষধহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন, যা ইচ্ছাকৃতভাবে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালও জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে।
স্বাস্থ্য অধিকার বিষয়ক বিশেষ দূত ত্ল্যালেং মোফোকেং এবং ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ মন্তব্য করেছেন, মানুষ ও চিকিৎসা কর্মীদের ওপর এই হামলাকে আমরা চুপ করে সহ্য করতে পারি না। এটি এক ধরনের যুদ্ধাপরাধ।
এই হামলার ফলে গাজার পরিস্থিতি তীব্রভাবে অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষ, ত্রাণকর্মী ও চিকিৎসা সেবায় নিয়োজিতরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
সূত্র: Al Jazeera