আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সংঘটিত নতুন এই হামলায় কমপক্ষে ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গাজার স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির আল-তুফাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে একজন শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত আল-আহলি হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া পূর্ব গাজা সিটির জায়তুন এলাকায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন।
তৎক্ষণাৎ খান ইউনিসের কেন্দ্রীয় অংশে হামলার সময় ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদিও নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াদির মৃত্যুর সঙ্গে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫৭। তারা অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যা করছে।
আল-দারাজ স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারীসহ আরও ১৭ জন আহত হন। স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত মানুষরা। গাজা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা ইউনাইটেড নেশনস ওসার সহায়তায় আটকে পড়া বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরের বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ও স্থাপনা ধ্বংস করেছে। এছাড়া গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতির সময়ও ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৫৬ জন নিহত এবং ৯০০ এর বেশি মানুষ আহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।