
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক বিভাগ: গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান ও একের পর এক বোমাবর্ষণের মধ্যে ভয়াবহ খাদ্যসংকটে পড়েছে এই অবরুদ্ধ অঞ্চলটি। শিশুদের কান্না আর মায়েদের আহাজারিতে ভরে উঠেছে ধ্বংসস্তূপে পরিণত গাজার প্রতিটি কোণ।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা (UNOCHA) এক বিবৃতিতে জানায়, গাজার পরিস্থিতি “দ্রুত ভয়াবহতর” হয়ে উঠছে। শিশু, বৃদ্ধ, নারীকেউই এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না। খাদ্য, পানি, ওষুধ কিছুই নেই। অনাহারে শিশুদের মৃত্যুর হার বেড়েই চলেছে।
ইসরায়েলি অভিযানের কারণে দক্ষিণ গাজার খান ইউনুস, রাফাহ ও কেন্দ্রীয় গাজায় অব্যাহত হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সূত্রগুলো। ধ্বংস হয়েছে বহু বাসভবন, হাসপাতাল, স্কুল।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ (UNICEF) বলেছে, “এই সংকট শিশুদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। যুদ্ধ ও অনাহারে তাদের শৈশব ধ্বংস হয়ে যাচ্ছে।
জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরবরাহ বন্ধ থাকায় গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, ফলে লাখো মানুষের জীবন ঝুঁকিতে।
বিশ্ববাসী যখন অলিম্পিক নিয়ে ব্যস্ত, তখন গাজার রাস্তায় লাশ পড়ে থাকছে দিনের পর দিন—এ যেন পৃথিবীর এক প্রান্তে অব্যক্ত এক মানবিক ট্র্যাজেডি।
সূত্র: UN OCHA




























