আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি/লি/স্তিন-ইসরাইল সংকটের স্থায়ী সমাধানে ‘স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয়’ পদক্ষেপের দাবি জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘ফি/লি/স্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান’ আন্তর্জাতিক সম্মেলনে এই যৌথ ঘোষণা আসে।
রিয়াদ-প্যারিসের যৌথ ঘোষণাপত্রে বলা হয়, ২১ মাসের ভয়াবহ যু/দ্ধের অবসান ঘটিয়ে গাজায় স্থায়ী শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান এখনই নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির পর গাজায় অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ফি/লি/স্তিনি কর্তৃপক্ষের অধীনে চলবে। সেইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের কথাও বলা হয়েছে, যাতে ইতিমধ্যেই কয়েকটি দেশ অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে।
ঘোষণায় ইসরাইলকে আহ্বান জানানো হয়, ‘জনসমক্ষে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে যে একটি সার্বভৌম, কার্যকর ফি/লি/স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আর কোনো বাধা থাকবে না।’ একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল, ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধেরও জোর দাবি জানানো হয়।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন আরব-ইউরোপ কূটনৈতিক জোট ইসরাইলের ওপর চাপে ফেলবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘শুধু যুদ্ধবিরতি নয়—সমস্ত জিম্মি মুক্তি, দখলদারিত্বের অবসান, সহিংসতা ও সন্ত্রাসের শেষ দেখিয়ে স্বাধীন ও গণতান্ত্রিক ফি/লি/স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়।’