আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা অঞ্চলে ইসরাইলি বাহিনী সাম্প্রতিক হামলায় একই পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী রয়েছেন। এই হামলা ঘটেছে তখনই যখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন কেটেছে।
হামলার সময় আবু শাহবান পরিবারের সদস্যরা তাদের নিজ বাড়ির পরিস্থিতি দেখতে গাজা সিটির জায়তুন এলাকায় বেসামরিক গাড়িতে ছিলেন। হঠাৎ গাড়িতে ইসরাইলি ট্যাংকের গোলা আঘাত হানে, যা সকলের প্রাণহানি ঘটায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। তিনি বলেন, এ হামলা প্রমাণ করে যে, দখলদার বাহিনী এখনও বেসামরিকদের ওপর নিরীহভাবে হামলা চালাচ্ছে এবং রক্তপিপাসু আচরণ করছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) সহায়তায় এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুটি শিশুর মরদেহ এখনও নিখোঁজ, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্নভিন্ন হয়ে গেছে।
হামাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটি ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে যে, ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করা হোক।
এদিকে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই শনিবার পর্যন্ত ইসরাইল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাছাড়া খাদ্য ও চিকিৎসাসহ জরুরি সহায়তার প্রবাহও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।
এই হামলার ফলে গাজাবাসীর নিরাপত্তা ও জীবিকার পরিস্থিতি আরও ভেঙে পড়েছে, এবং তারা শান্তি ও নিরাপদ জীবন পাওয়ার আকুতি করছে।