আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এবার হামলা চালিয়েছে প্রতিবেশী লেবাননে। শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের মাসাইলেহ এলাকায় বিমান হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামলায় একটি মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, ভারী যন্ত্রপাতি বিক্রির একটি গুদামে বোমা বিস্ফোরণে বহু যানবাহন ধ্বংস হয়ে যায়।
হিজবুল্লাহ-ঘনিষ্ঠ গণমাধ্যম আল-মানার টিভি জানিয়েছে, হামলার সময় পাশ দিয়ে যাওয়া একটি সবজিবাহী ট্রাক সরাসরি বোমার আঘাতে ধ্বংস হয়। নিহত ব্যক্তির পরিচয় সিরীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে, আহতদের মধ্যে ছয়জন লেবানিজ ও একজন সিরীয়।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপর থেকেও সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে ইতোমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েল অভিযোগ করছে, হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে; অন্যদিকে লেবাননের দাবি, ইসরায়েল ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ এর নামে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এদিকে একই সময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরে যাচ্ছেন। অনেকেই দুই বছরের নিরন্তর বোমাবর্ষণের পর আবারও নিজেদের মাটিতে পা রাখতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
সূত্র: আল জাজিরা