
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় দীর্ঘ দুই বছরের সংঘাতের পর অবশেষে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহারের পর ধীরে ধীরে শহরের রাস্তায় নিরাপত্তা জোরদার করেছে হামাস। স্থানীয় প্রশাসনের পাশাপাশি হামাসের এই টহল জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে চলাফেরার সুযোগ দিতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হামাসের টহল শহরের বিভিন্ন এলাকা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড ও আইন অমান্যকারী কার্যক্রম রোধে নজর রাখছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রশাসনিক শূন্যতা পূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হামাসের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা সাংবাদিকদের জানান, “আমরা চাই না জনগণ ভয় পায়। আমাদের দল রাস্তায় নিয়মিত টহল দিচ্ছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং সম্পত্তি রক্ষা পায়।”
তবে হামাসের পক্ষ থেকে এখনো বলা হয়েছে, তারা নিজেদের অস্ত্র সরাসরি সমর্পণ করবে না। ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সময় তারা স্বেচ্ছায় কিছু আলোচনার মাধ্যমে অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি রাখতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় পরিস্থিতি এখনও সতর্কতার দাবি রাখে। হামাসের টহল যেন শান্তি বজায় রাখে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
সূত্র: আল-জাজিরা






























