আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি সামরিক অভিযানের ভয়াবহ পরিস্থিতি রোধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে তিনি এ আহ্বান জানান।
গুতেরেস বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে ব্যাপকহারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটবে, এটি এক অনিবার্য বাস্তবতা। এই বিপর্যয় ঠেকাতে এখনই যুদ্ধবিরতি ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি হামাসের কাছে বন্দি ইসরাইলিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান। একইসঙ্গে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ও সম্প্রসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন নিষিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গাজা দখলে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে চালানো আক্রমণে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগরকেন্দ্র দখলের লক্ষ্যে এটি তাদের পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ। এ জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার ঘোষণা দিয়েছে দেশটি।
ইসরাইলের অবরোধ ও টানা হামলার ফলে গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরাইলি অবরোধ চলতে থাকলে গাজাজুড়ে অপুষ্টির হার ভয়াবহ আকারে বেড়ে যাবে।